নাকবার ৭৭তম বার্ষিকীতে গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ১১৫

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাকবা বা ‘মহাবিপর্যয়’ দিবসের ৭৭তম বার্ষিকীতে ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার (১৫ মে) দিনভর চলা এসব হামলায় অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায়। বৃহস্পতিবার ভোরে চালানো ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬১ জন। অন্যদিকে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় অবস্থিত আল-তাওবাহ চিকিৎসাকেন্দ্রে চালানো বিমান হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে।
নতুন করে শুরু হওয়া এই সহিংসতায় গাজা উপত্যকার তিনটি গুরুত্বপূর্ণ হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া হাসপাতালগুলো হলো—জাবালিয়ার আল–আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপীয়ান হাসপাতাল।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনিদের জীবনে ‘নাকবা’ বা ‘মহাবিপর্যয়’ হিসেবে চিহ্নিত। ওই দিন হাজার হাজার ফিলিস্তিনি নিজ ভূমি থেকে উচ্ছেদ হন। এই স্মরণীয় দিনে প্রতিবছর বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা নিজেদের বেদনার ইতিহাসকে স্মরণ করে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েল ওই দিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৯১৯ জন।
সূত্র: আল-জাজিরা
১১৭ বার পড়া হয়েছে