সর্বশেষ

জাতীয়

মালয়েশিয়ায় শ্রমবাজারে অগ্রগতি : আসিফ নজরুল, প্রথম ধাপে ৭,৯২৬ জনের তালিকা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে আশার আলো দেখিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মালয়েশিয়ার মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল, মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয় এবং ট্রেডমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ড. আসিফ নজরুল। স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক এবং ট্রেডমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, যারা ইতিপূর্বে যেতে পারেননি, এমন ১৭ হাজার বাংলাদেশি কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই তারা মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন।

ড. আসিফ নজরুল আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। এই প্রক্রিয়ায় বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আশ্বস্ত করেছেন।

এছাড়া বাংলাদেশি সব রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পক্ষ। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান কর্মকর্তারা।

বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে এই সুবিধা না থাকলেও, ভবিষ্যতে তা চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীরা।

অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বৈধকরণ প্রসঙ্গে ড. নজরুল বলেন, “যাদের ভিসার মেয়াদ শেষ, তাদের ক্ষেত্রে বৈধ হওয়ার সুযোগ নেই। তবে মাঝে মাঝে বৈধকরণ প্রক্রিয়া চালু হয়, সে বিষয়েও আমরা আলোচনা করেছি।”

এছাড়া সিকিউরিটি গার্ড, কেয়ারগিভার, নার্স এবং দক্ষ কর্মী নিয়োগ নিয়েও আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।

সবশেষে ড. আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে তারা একযোগে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন