সর্বশেষ

জাতীয়

দুদকে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এপিএস, পিও ও এনসিপির সাবেক নেতা তলব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসঙ্গে তলব করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সাবেক নেতাকেও।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে ২২ মে, উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবিকে ২০ মে, একই দিনে ডাকা হয়েছে মাহমুদুল হাসানকে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য ২১ মে তলব করা হয়েছে।

দুদকের মহাপরিচালক আরও জানান, সম্প্রতি দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবিকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে গোয়েন্দা কার্যক্রমও শুরু হয়েছে, যা গত ২৭ এপ্রিল গণমাধ্যমে জানানো হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন