সর্বশেষ

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন মহার্ঘ ভাতা, বাজেটে বাড়বে খরচ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ আবারও আলোচনায় এসেছে।

আগামী অর্থবছরে তাদের বেতনের উপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদানের প্রস্তাব নিয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাজ চলছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারকে অতিরিক্ত খরচ করতে হতে পারে প্রায় ৭ হাজার কোটি টাকা।

এ বিষয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জনপ্রশাসন-সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে তিনি এ বিষয়ে মতামত দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

সরকারি সূত্র জানায়, অর্থ বিভাগ ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। এতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ২০ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ বা ১৫ শতাংশ হারে ভাতার বিকল্প প্রস্তাব রাখা হয়েছে।

এই হার অনুযায়ী:

২০% মহার্ঘ ভাতা দিলে ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা,
১০% মহার্ঘ ভাতা (১-১০ গ্রেডে) হলে খরচ হবে ৬ হাজার কোটি টাকা,
১৫% ভাতা দিলে ব্যয় দাঁড়াবে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা।
বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৪.৫ লাখ। ২০১৫ সালের পর নতুন কোনো জাতীয় বেতন স্কেল কার্যকর না হওয়ায় এবং সাম্প্রতিক উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক কর্মচারীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে-স্কেল কার্যকর হয়েছিল। এরপর নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো কার্যকরের কথা থাকলেও তা এখনও হয়নি। ২০২৩ সালের জুলাই পর্যন্ত সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেতেন, যা বর্তমানে স্থগিত রয়েছে।

চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

সবকিছু ঠিক থাকলে নতুন বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে। তবে এটি কার্যকর হতে হলে অর্থ উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটির নীতিগত অনুমোদন ও প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করতে হবে।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন