সর্বশেষ

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে যৌথ উদ্যোগ, সাম্য হত্যা তদন্তে ঢাবির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ মে, ২০২৫ ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ ও সুশৃঙ্খল স্থানে রূপান্তরের লক্ষ্যে ঢাবি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, উদ্যান ঘিরে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজু ভাস্কর্যের পেছনের গেট স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ দোকান উচ্ছেদ, মাদক নির্মূল এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে সমন্বিত অভিযান পরিচালনা।

পোস্টে আরও জানানো হয়, গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন, ডিএমপি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত কমিটি নিয়মিত মনিটরিং ও অভিযান চালাবে। উদ্যানজুড়ে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে। পাশাপাশি একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন এবং রমনা পার্কের আদলে সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে। রাত ৮টার পর উদ্যান জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

ঘোষণা অনুযায়ী, এসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে।

এদিকে, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও সক্রিয় হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্য সচিবের দায়িত্বে থাকবেন এবং ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করবেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন