সর্বশেষ

সারাদেশ

'আন্দোলন করতে গিয়েই চাকরি হারালেন রূপপুর প্রকল্পের ১৮ জন' 

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ১১ মে, ২০২৫ ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ব্যবস্থাপনা পরিচালকের অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করায় ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

পাশাপাশি তাদের প্রকল্প এলাকা ও গ্রিনসিটি আবাসিকে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। তিনি জানান, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

চাকরিচ্যুতদের দেওয়া দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে, এনপিসিবিএলের চাকরি বিধি লঙ্ঘনের কারণে ১৮ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের তিন মাসের নোটিশ পেমেন্ট দেওয়া হবে।

চাকরি হারানোদের মধ্যে একজন প্রকৌশলী হাশমত আলী জানান, “আমরা ইমেইলের মাধ্যমে অব্যাহতির নোটিশ পেয়েছি, তবে চাকরিচ্যুতির নির্দিষ্ট কারণ স্পষ্ট করা হয়নি।” তিনি আরও জানান, বরখাস্ত হওয়া ১৮ জনের মধ্যে ১৫ জন বিএসসি ইঞ্জিনিয়ার এবং ৩ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হঠাৎ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন তারা।

এ বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, “চাকরিবিধি না মানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। এর অংশ হিসেবে গত ৬ মে ঈশ্বরদীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং ৭ মে প্রকল্প এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন