সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ১১ মে, ২০২৫ ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) সকালে জাতীয় ইমাম সমিতি, সদর উপজেলা শাখার আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের খতিব মুফতি হেদায়েত হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান, উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, শনিবার (১০ মে) আসরের নামাজের পূর্বে মসজিদে জায়নামাজ বিছানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা বাদশা সরদার ইমাম হাফেজ শফিকুল ইসলামকে গালিগালাজ ও কিল-ঘুষি মারেন। এ সময় মুসল্লিরা বাধা দিলে তাদেরও হুমকি দিয়ে বলেন, হাতের কবজি কেটে ফেলবেন। এমনকি তিনি মসজিদের বাইরে রামদা নিয়ে অবস্থান করেন এবং ইমামকে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অভিযুক্ত বাদশা সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার বিষয়ে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন