সর্বশেষ

অর্থনীতি

শেয়ারবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার ৫ দফা গুরুত্বপূর্ণ নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ মে, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের শেয়ারবাজারকে শক্তিশালী ও গতিশীল করতে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ দুপুরে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনাগুলো দেন তিনি।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচ দফা নির্দেশনার মধ্যে রয়েছে—
১. সরকারের অংশীদারিত্ব রয়েছে এমন বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করার ব্যবস্থা গ্রহণ।
২. বেসরকারি খাতের সম্ভাবনাময় ও বড় আকারের কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে বাজারে আনার উদ্যোগ নেওয়া।
৩. শেয়ারবাজার সংস্কারে গতি আনতে বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল গঠন করে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা।
৪. শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
৫. বড় বড় কোম্পানিগুলো যাতে ব্যাংকঋণের পরিবর্তে শেয়ারবাজারের মাধ্যমে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সে জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা।

উল্লেখযোগ্য যে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজার বিষয়ক এটিই প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন