আন্তর্জাতিক
ভারত ও পাকিস্তান মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর খবর জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্পের দাবি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১০ মে, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারত ও পাকিস্তান মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর খবর জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ প্রকাশিত এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
তিনি আরও বলেন, “সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য আমি উভয় দেশকে অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।”
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর