নিয়ামতপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, টিনের চালা উড়ে গেছে, হতাহত নেই

শনিবার, ১০ মে, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামে এক ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লাইলী বেগম নামে এক নারীর কাঁচা দোতলা বাড়িতে ৪-৫টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বাড়ির টিনের চালা উড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের তীব্র শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক মৃত নাসির উদ্দীনের স্ত্রী লাইলী বেগম আত্মগোপনে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কে বা কারা ককটেলগুলো রেখেছে বা বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে সম্প্রতি ওই বাড়িতে জেলে থাকা ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের ভাই আকতার হোসেন এবং তার সহযোগীদের আনাগোনা ছিল। তাঁদের চলাফেরা সন্দেহজনক বলে উল্লেখ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি।
তিনি আরও দাবি করেন, লাইলী বেগম আকতারের চাচী এবং তিনি নিশ্চয়ই জানেন কে বা কারা এসব বিস্ফোরক রেখেছে। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
১১৭ বার পড়া হয়েছে