রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে রেড ক্রিসেন্ট সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
এছাড়া নবনিযুক্ত রেড ক্রিসেন্ট এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান মো. মুজিবর রশিদ ও নবনিযুক্ত সেক্রেটারি সাইফুল ইসলাম রিমন আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম রিমন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
১২০ বার পড়া হয়েছে