সর্বশেষ

আন্তর্জাতিক

আরব সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে ভারতের অভিযান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলমান দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে টার্গেটেড সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী।

শুক্রবার (৯ মে) ভোরে এ অভিযান শুরু হয় বলে জানায় ভারতীয় প্রতিরক্ষা সূত্র। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি প্রথম এই তথ্য প্রকাশ করে।

এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ভারতের। জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর এলাকাগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে প্রতিহত করে বলে দাবি করা হয়। একই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে একটি পাকিস্তানি ড্রোন আটকানো হয়।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চণ্ডীগড়, মোহালি এবং শ্রীনগরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ব্ল্যাকআউট কার্যকর করে কর্তৃপক্ষ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানি হামলার লক্ষ্য ছিল জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলো, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে ভারতের এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ভারতীয় সংবাদমাধ্যমে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। লাহোর বা করাচিতে কোনো হামলা হয়নি, যুদ্ধবিমান বিধ্বস্ত বা পাইলট আটক হওয়ার কথাও সত্য নয়।”

এ মুহূর্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি সামরিক উত্তেজনাও তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়ে দুই দেশকে দ্রুত সংযম অবলম্বন করতে হবে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন