ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টাপাল্টি অভিযান

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। বৃহস্পতিবার (গতকাল) মধ্যরাতে ভারতের পশ্চিম সীমান্তজুড়ে পাকিস্তান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে তারা।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, এসব ড্রোন হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিং পুরা ও আরনিয়া এলাকায় অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের এক সাংবাদিকের ভাষ্যমতে, বিস্ফোরণের সময় এলাকায় আলো ছড়িয়ে পড়ে এবং সাইরেন বাজতে শুরু করে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মূল ঘটনা হিসেবে ধরা হচ্ছে ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।
এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরই ধারাবাহিকতায় ভারত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযান চালায়। ওই রাতেই পাকিস্তান দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
যদিও ভারত যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি, তবে রয়টার্সকে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল।
এদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় ভারতের ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো ইসরায়েলের তৈরি বলে দাবি পাকিস্তানের। এর একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে, এতে চারজন পাকিস্তানি সেনা আহত হন।
১২৬ বার পড়া হয়েছে