সর্বশেষ

জাতীয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার ওসমান হাদির জানাজা
যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরল শরিফ ওসমান হাদির মরদেহ
দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের, ট্রাভেল পাস হাতে পেলেন
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার দেশে আসছে
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
হাদি হত্যার প্রতিবাদে নড়াইল ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
সারাদেশ

সাতক্ষীরা হাসপাতালে হামলায় চিকিৎসক আহত, স্বেচ্ছাসেবক নেতা জড়িত অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ৪ মে, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলার ঘটনায় এক চিকিৎসক আহত হয়েছেন। ঘটনার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের বিরুদ্ধে।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীরা জরুরি বিভাগের স্টাফদের ওপর হামলা চালান এবং ঢাকার এক চিকিৎসককে মারধর করেন। এতে ওই চিকিৎসকের মুখ থেকে রক্তক্ষরণ হয়। হামলার সময় হাসপাতালের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি বিভাগের চিকিৎসাসেবা ব্যাহত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে শাহিনুর রহমান নামের এক রোগীকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চেয়ার, টেবিল, গ্লাসসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয় এবং এক চিকিৎসক আহত হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়সাল আহমেদ জানান, হামলার ঘটনায় ঢাকা থেকে আগত এক চিকিৎসক আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

এদিকে, সোহেল আহমেদ মানিক অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর যথাযথ চিকিৎসা না পেয়ে স্বজনেরা উত্তেজিত হয়ে হামলা চালায়, তিনি এতে জড়িত নন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন