সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতের বড় সিদ্ধান্ত: পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ মে, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার।

জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় সরাসরি বা পরোক্ষ উভয় ধরনের আমদানিই পড়ছে। এমনকি পাকিস্তানি কোনো জাহাজ ভারতের কোনো বন্দরেও ভিড়তে পারবে না। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানিকৃত সব পণ্যের আমদানি অবিলম্বে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং কোনো ব্যতিক্রমের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন প্রয়োজন হবে।”

উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের ওপর ২০০% শুল্ক আরোপ করে, যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় শূন্যের কোটায় নেমে আসে। একমাত্র স্থল বাণিজ্যপথ ওয়াঘা-আটারি ক্রসিং পেহেলগাম হামলার পর বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান থেকে ভারতে মূলত ওষুধ, ফল এবং তৈলবীজ আমদানি হতো, যা বিগত বছরগুলোতে নাটকীয়ভাবে কমে এসেছে। বর্তমানে পাকিস্তান থেকে ভারতের মোট আমদানির পরিমাণ দেশের মোট আমদানির ০.০০০১% এরও কম।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরেও ভারতের সক্রিয়তা দেখা যাচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে পাকিস্তানকে দেওয়া ঋণ পুনরায় পর্যালোচনার অনুরোধ জানিয়েছে। ভারতের একটি সরকারি সূত্র জানায়, আইএমএফ থেকে পাকিস্তান এরই মধ্যে ৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ এবং মার্চ মাসে ১.৩ বিলিয়ন ডলারের জলবায়ু স্থিতিস্থাপক ঋণ পেয়েছে, যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। তবে ভারত চাইছে, পাকিস্তান যেন ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক ঋণ পেতে না পারে।

দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন এক মাত্রা পেয়েছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন