সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতের শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর যাত্রায় হুড়োহুড়ি, ৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ মে, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের গোয়া রাজ্যের শিরগাঁও মন্দিরে বার্ষিক লায়রাই দেবীর যাত্রা উৎসবে ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং পঞ্চাশের বেশি মানুষ আহত হয়েছেন।

শুক্রবার রাতের এই দুর্ঘটনায় গোটা এলাকা শোকাহত।

প্রত্যক্ষদর্শীরা জানান, উৎসবে হাজির বিশাল জনতার মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে শুরু হয় বিশৃঙ্খলা। সবাই একসঙ্গে বেরিয়ে যেতে চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি শুরু হয়, যার ফলে অনেকে পদদলিত হন।

পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, প্রাথমিকভাবে অতিরিক্ত ভিড় ও ভিড় নিয়ন্ত্রণের ঘাটতিকে দায়ী করা হচ্ছে।

উল্লেখ্য, লায়রাই দেবীর যাত্রা বা শিরগাঁও যাত্রা গোয়ার উত্তরাঞ্চলের শিরগাঁও গ্রামে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী হিন্দু উৎসব। দেবী লায়রাইকে পার্বতীর এক রূপ এবং ‘সাত বোন’ দেবীর একজন হিসেবে পূজা করা হয়। এ উৎসবের বিশেষ আকর্ষণ ‘অগ্নিদিভ্য’ বা আগুন হাঁটা, যেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটার মধ্য দিয়ে দেবীর আশীর্বাদ কামনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন