সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় মে দিবস পালিত: এক হয়ে বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
"শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে, শ্রমজীবী মানুষের অধিকার- বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আসিফ চত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যার সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি আব্দুস সামাদসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এদিকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন