বেনাপোলে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
১৩৯তম মহান মে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫ ও ৮৯১) এর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মো. আজিজুর রহমান। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর নেতৃত্বে আরও একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন এলাকা ঘুরে বের হয়। উভয় র্যালিতেই স্থানীয় শ্রমিকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজীব হাসান।
র্যালি শেষে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের মূল দাবি ছিল—দৈনিক মজুরি বাড়ানো এবং বেনাপোল স্থলবন্দরে একটি আধুনিক হাসপাতাল স্থাপন।
সমাবেশে সভাপতিত্ব করেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু। সমাবেশে ইউএনও কাজী নাজীব হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, "শ্রমিকদের ন্যায্য দাবি ও কল্যাণে প্রশাসন সদা সচেষ্ট। তাদের এই দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।"
১০২ বার পড়া হয়েছে