ইসরায়েলে ভয়াবহ দাবানল: ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। প্রচণ্ড তাপদাহ, শুষ্ক আবহাওয়া ও ঘণ্টায় ৬০ মাইল বেগে ধাবমান বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, আর দমকল বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
ইতিমধ্যে অন্তত ১০টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী জেরুজালেম ও বাণিজ্যিক শহর তেল আবিবের সংযোগকারী প্রধান মহাসড়ক ‘রুট ১’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ধোঁয়ার মধ্যে হেঁটে রাস্তা পার হচ্ছে মানুষ। ফাঁকা গাড়ির সারির মাঝে ছুটে বেড়াতে দেখা গেছে জরুরি কর্মীদের, কেউ আটকে আছেন কি না তা খুঁজে বের করার চেষ্টা চলছিল।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাবানলকে ‘জাতীয় জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, ইতালি ও মেসিডোনিয়া থেকে তিনটি অগ্নিনির্বাপক বিমান খুব শিগগিরই ইসরায়েলে পৌঁছাবে।
স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান শমূলিক ফ্রিডম্যান একে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হিসেবে আখ্যায়িত করে বলেন, "আমরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।" আগুন বিশেষভাবে তীব্র আকার ধারণ করেছে নেভে শালোম শহরের আশেপাশের এলাকায়।
দাবানলের উৎস এখনো জানা যায়নি। এ পর্যন্ত অন্তত এক ডজনের বেশি দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ১২০টি দমকল টিম, ১২টি প্লেন ও একাধিক হেলিকপ্টার।
১০৫ বার পড়া হয়েছে