সর্বশেষ

রাজনীতি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বিএনপি ও জামায়াতের আলাদা সমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে আলাদাভাবে সমাবেশ করেছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টন ও পুরনো পল্টন এলাকায় ব্যাপক কর্মী সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই দুটি সমাবেশ।

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের উপস্থিতিতে জমে ওঠে শ্রমিক সমাবেশ। বিকেল ২টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি উত্থাপন করবে।

দীর্ঘদিন পর মাঠের কর্মসূচিতে ফিরে বিএনপি এ সমাবেশকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। দলটি শ্রমিক অধিকারসহ দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে এই প্ল্যাটফর্মকেই ব্যবহার করছে।

অন্যদিকে, পল্টন মোড়ে পৃথকভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকাল ৯টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে চাপ দিতে উভয় দলই শ্রমিক দিবসের এই কর্মসূচিকে কাজে লাগিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন