৭৪০ কোটি ডলারের যুদ্ধবিমান কিনছে ভারত, উদ্দেশ্য কি তাহলে যুদ্ধ?

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করতে বড় পদক্ষেপ হিসেবে ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে ভারত।
ফরাসি প্রতিরক্ষা সংস্থা 'ডাসোঁ এভিয়েশন' থেকে এই যুদ্ধবিমান কেনা হচ্ছে, যার মোট মূল্য প্রায় ৭৪০ কোটি মার্কিন ডলার।
এই যুদ্ধবিমানগুলো ভারতীয় নৌবাহিনীর নতুন বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত থেকে পরিচালিত হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে এই যুদ্ধবিমানগুলো সরবরাহ সম্পন্ন হবে এবং ফ্রান্স ও ভারতে উভয় জায়গায় বিমানচালক ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারতের প্রতিরক্ষা কৌশলে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ভারত শুধু তার নৌবাহিনীর আধুনিকীকরণ করছে না, বরং সামরিক দিক থেকে প্রতিবেশী চীন ও পাকিস্তানের উদ্দেশেও কড়া বার্তা দিচ্ছে।
সিনিয়র প্রতিরক্ষা বিশ্লেষক ও সাংবাদিক কুমার আঘা বলেছেন, “ভারতীয় বিমানবাহিনীর কাছে রাফাল রয়েছে আগে থেকেই। এবার নৌবাহিনীর হাতে এই শক্তিশালী যুদ্ধবিমান তুলে দেওয়া হলে তা সামগ্রিক প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবে।”
অবসরপ্রাপ্ত ফাইটার পাইলট এবং প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল্ল বক্সী বলেন, “এই চুক্তি শুধু পাকিস্তান নয়, চীনের দিকেও একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং পাকিস্তান-চীন সম্পর্কের প্রসঙ্গে এই সিদ্ধান্ত কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হয়েছে যখন জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটে রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনা নিঃসন্দেহে ভারতের নিরাপত্তা ও কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
১১৫ বার পড়া হয়েছে