সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, চারটি ভেকু জব্দ

মোঃ রাসেল হোসেন, ধামরাই 
মোঃ রাসেল হোসেন, ধামরাই 

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অন্তত ১০ একর জমিতে একটি চক্র অবৈধভাবে মাটি কাটছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারটি ভেকু জব্দ করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে যায়।

ইউএনও মো. মামনুন হাসান অনীক বলেন, “অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান চলবে।"

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন