ভারত-পাকিস্তানের মধ্যস্থতা করার প্রস্তুতি আছে বাংলাদেশের, তবে আগ বাড়িয়ে নয়

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে আলাপ-আলোচনার উপর জোর দিয়েছে বাংলাদেশ।
দুই প্রতিবেশী দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা নিতে প্রস্তুত, তবে স্বতঃস্ফূর্তভাবে এমন কোনো পদক্ষেপ গ্রহণে আগ্রহী নয় ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট—আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কিছু জটিল ইস্যু রয়েছে, তবে আমরা চাই না সেগুলো বড় কোনো সংঘাতে পরিণত হোক, যাতে এই অঞ্চলের মানুষ বিপদে পড়ে।”
তিনি বলেন, ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ আশা করে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই দুই দেশ সমাধানে পৌঁছাবে।
সম্প্রতি ইরান ও সৌদি আরব ভারত-পাকিস্তান সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “আমরা চাই, তারা নিজেরা সমস্যার সমাধান করুক। যদি তারা কখনও আমাদের সহায়তা চায়, তখন আমরা মধ্যস্থতায় বিবেচনা করতে পারি। তবে আগবাড়িয়ে কিছু করার পক্ষে আমরা নই।”
উত্তেজনার কারণে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে প্রতিটি ঘটনাই কমবেশি প্রভাব ফেলে। যদিও ভারত-পাকিস্তান সংঘাত বাংলাদেশকে সরাসরি প্রভাবিত করার মতো নয়, তবে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়তে পারে।
এ সময় সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেন নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার কাছে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
১২৪ বার পড়া হয়েছে