জাতীয়
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৪:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির কারণ জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টার সম্মতির ভিত্তিতে ৮ এপ্রিল থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন ২০২৪ সালের ১৪ আগস্ট আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস হিসেবে নিয়োগ পাওয়ার পর, নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা যতদিন এই পদে থাকবেন অথবা মোয়াজ্জেমকে এপিএস হিসেবে বহাল রাখার অভিপ্রায় প্রকাশ করবেন, ততদিন তার নিয়োগ কার্যকর থাকবে।
১৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর