সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ফের ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩৫

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় বুধবার ভোর থেকে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এ পর্যন্ত এসব হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গাজায় নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বা একাধিকবার ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এক বিবৃতিতে বলেন, “মানবিক সহায়তা বন্ধ রাখা আমাদের চাপ প্রয়োগের একটি কৌশল।” তাঁর এ মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান ১৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৩২ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ এখনও নিখোঁজ। ফলে নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭শ' ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২শ'র বেশি মানুষকে জিম্মি করা হয়। ওই হামলার পর থেকেই শুরু হয় এই ভয়াবহ যুদ্ধ।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন