সর্বশেষ

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় গাজায় নিহত ৬০, মোট প্রাণহানি ৫০ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫২ জনে।

আলজাজিরার এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও অন্তত ১৩৭ জন আহত হয়েছেন। ফলে যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জনে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা খোলা রাস্তায় পড়ে থাকলেও নিরাপত্তা সংকটের কারণে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহ এলাকায় একটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি ত্রাণকেন্দ্রের তাঁবুতে হামলায় ৩ জন নিহত হয়েছেন।

গত ১৮ মার্চ থেকে গাজায় ফের নতুন করে ইসরাইলি হামলা শুরু হয়। এর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৯১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪৩৪ জন আহত হয়েছেন। মার্চের মাঝামাঝি সময় থেকে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের আক্রমণ শুরু করে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন