সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
জাতীয়

বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্বাভাবিক, মুরগি ও মসলার দাম চড়া 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিবছর ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম বাড়ে। তবে এই বছর বাজারে বেশিরভাগ পণ্যের দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে।

ঈদের কারণে কিছু পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে, যেমন ব্রয়লার, সোনালি ও দেশি মুরগি, পাশাপাশি মসলার দামেও কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে ক্রেতাদের মতে, দাম বাড়লেও তা অতিরিক্ত হয়নি এবং নাগালের মধ্যে রয়েছে।


গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০-২২০ টাকা, সোনালি মুরগি ৩১০-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ২০-৩০ টাকা এবং সোনালি মুরগির দাম ৩০ টাকা বেড়েছে। আগে ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা এবং সোনালি মুরগি ২৮০-৩০০ টাকায় বিক্রি হতো। এছাড়া, দেশি মুরগি প্রতি কেজি ৬৫০-৬৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় কিছুটা বেড়েছে।

চিংড়ি, রুই ও আইড় মাছের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মাছের দামেও কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৭৮০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

মসলার বাজারেও কিছু পরিবর্তন দেখা গেছে। কয়েক মাস আগে যেসব মসলার দাম বেড়েছিল, সেগুলোর দাম এখনও স্থির রয়েছে। তবে, ঈদ উপলক্ষে দারুচিনি ও গোলমরিচের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে দারুচিনির দাম ৪০ টাকা এবং গোলমরিচের দাম ৮০ টাকা বেড়েছে। এলাচি, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচের দামও কিছুটা বেশি।

মাছের বাজারে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রুই, কাতলা ও পাঙাশের দাম প্রতি কেজিতে ২০-৫০ টাকা বেড়েছে। এছাড়া, তেলাপিয়া, পাঙাশ, কই, চিংড়ি, ইলিশ, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, পাবদা, রুপচাঁদা ইত্যাদি মাছের দামও বেড়েছে।

সবজি বাজারে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও, লেবু ও শসার দাম এখনও বেশ চড়া। শসার দাম ৮০-১০০ টাকা কেজি এবং লেবুর দাম প্রতি হালি ৪০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, অন্যান্য সবজি এখনও আগের দামেই রয়েছে।

সেমাই ও পোলাওয়ের চালের দাম বেশিরভাগ জায়গায় আগের মতোই রয়েছে। ২০০ গ্রাম লাচ্ছা সেমাই ৫০ টাকা এবং সাধারণ সেমাই ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পোলাওয়ের চাল ১০০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৫ টাকা এবং এর সরবরাহও পর্যাপ্ত রয়েছে।

ঈদে খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকের জন্য সংসারের বাজেট সামলানো কিছুটা কঠিন হয়ে পড়ছে।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন