সর্বশেষ

জাতীয়ওসমানের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ: ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, হামলার বিচার ও সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস
হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চেয়ে পুলিশের অনুরোধ
হাদির অবস্থা ক্রমেই সংকটাপন্ন, ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ : চিকিৎসক
হামলাকারীদের পরিচয় নিশ্চিত, যেকোনও সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
সারাদেশভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ
ঝালকাঠিতে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
আন্তর্জাতিকইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিসহ ৯ অধিকারকর্মী আটক
এশীয় পণ্যে মেক্সিকোর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত, ক্ষতির মুখে রপ্তানিকারকরা
খেলা২৪ ঘণ্টায় ৫০ লাখ টিকিট আবেদন, উচ্চমূল্যের মধ্যেও আগ্রহ অব্যাহত
দুর্নীতির অভিযোগে ভারতীয় চার ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ
জাতীয়

গণহত্যার ২৫ মার্চ আজ, রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ‘কালরাত’ হিসেবে চিহ্নিত।

রাতের অন্ধকারে পাকিস্তানি বাহিনী তাদের ‘অপারেশন সার্চলাইট’ নামক নৃশংস অভিযান শুরু করে, যা ছিল বাঙালির ওপর অত্যাচারের এক তীব্র মুহূর্ত। নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনারা এক হত্যাযজ্ঞ চালায়। আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস হিসেবে পালিত হয়।

এই বিশেষ দিবসটি যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় স্মরণ করতে, জাতীয় পর্যায়ে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল আজ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট। কেবল কেপিআই বা জরুরি স্থাপনা ছাড়া, অন্যান্য সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে আলো নিভিয়ে দেওয়া হবে।

গণহত্যা দিবসের উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি বাণী প্রদান করেছেন। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে বলেন, "একাত্তরের মার্চে বাংলাদেশের আন্দোলন যখন তীব্রতর, তখন ২৫ মার্চ রাতে ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। এবং সেদিন মধ্যরাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট চালিয়ে ঘুমন্ত-নিরস্ত্র মানুষের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়।"

তিনি আরো বলেন, "স্বাধীনতার পর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেখানে স্বৈরাচারের শাসনে মানুষের মৌলিক অধিকার ছিল না। কিন্তু ১৯৭৫ সালে গণ-অভ্যুত্থানে, ছাত্র-জনতার আন্দোলনে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করে।"

১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই বাঙালিরা বুঝতে শুরু করে, তাদের নানা দিক থেকে পশ্চিম পাকিস্তানির শাসকদের দ্বারা শোষিত হতে হচ্ছে। ভাষা আন্দোলন, ছয় দফা, গণ-অভ্যুত্থান—এ সব আন্দোলনের মাধ্যমে বাঙালির মধ্যে স্বাধিকার চেতনা জাগে। ১৯৭১ সালের মার্চে পাকিস্তানি শাসকরা বাঙালির দাবিকে উপেক্ষা করে নানা শোষণমূলক পদক্ষেপ নিলেও, এ সময় থেকেই বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

২৫ মার্চ, ১৯৭১, যখন পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট শুরু করে, ঢাকাসহ সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে পাকিস্তানি সেনারা সন্ত্রাসী আক্রমণ শুরু করে, আগুন দেওয়া হয় জনবসতিতে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এবং রাতের অন্ধকারে ঢাকা হয়ে ওঠে মৃত্যুর নগরী।

আজকের দিনটি যথাযথভাবে স্মরণ করতে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যার স্মৃতিচারণা ও আলোচনা সভা আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে সেমিনারও অনুষ্ঠিত হবে। বিভিন্ন সিটি করপোরেশনে প্রদর্শিত হবে গণহত্যা সম্পর্কিত দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র।

এছাড়া, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শহীদদের স্মরণে আজ বাদ জোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং অন্যান্য উপাসনালয়েও প্রার্থনা করা হবে। এই দিনটির স্মরণে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি পালন করবে।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন