সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
হাদি’র জানাজা ঘিরে কড়া নিরাপত্তা ও ট্রাফিক বিধিনিষেধ
ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হলো শরিফ ওসমান হাদির মরদেহ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নারী-শিশুসহ নিহত ৭
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
সারাদেশ

সুন্দরবনে নতুন করে শাপলার বিল এলাকায় আগুন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জ্বলতে থাকা আগুন নেভার আগেই নতুন করে শাপলার বিল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাট জেলার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিল এলাকায় বনে আগুনের সূত্রপাত ঘটে। এই শাপলার বিল টেপার বিল এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত। আগুনের ব্যাপকতা এতটাই ভয়াবহ যে, বন বিভাগ এবং ফায়ার সার্ভিস কর্মীরা তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রথমেই টেপার বিলের আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানায় বন বিভাগ। তবে শাপলার বিলের আগুন আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। সুন্দরবনে এক দিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে আগুন লাগায় বন অধিদপ্তর এ ঘটনায় নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখছে।

বন বিভাগের তথ্যমতে, গত ১৯ বছরে সুন্দরবনে ৩০ বার আগুন লাগার ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় ৯০ একর বনভূমি পুড়ে গেছে। এক্ষেত্রে আগুনের প্রকৃত কারণ এবং এর নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে গত বছরও তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে এসব কমিটির প্রতিবেদন কখনও কার্যকর হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সুন্দরবনে আগুনের লাগার অন্যতম কারণ হল অবৈধভাবে মধু আহরণকারী মৌয়ালরা, যারা শিখা বা বিড়ি সিগারেট ফেলে দিয়ে আগুন লাগিয়ে থাকতে পারে। এছাড়া, রাখালরা গবাদি পশু নিয়ে বনাঞ্চলে প্রবেশ করার সময় তাদের ফেলে রাখা আগুনও এই আগুন লাগার কারণ হতে পারে।

এমন পরিস্থিতির মধ্যে, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানিয়েছেন, আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে, সে জন্য ফায়ার লাইন কাটা হচ্ছে এবং বনের কাছাকাছি পানির উৎস না থাকায়, প্রায় তিন কিলোমিটার দূরের ভোলা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে আগুন নেভানোর কাজ করা হচ্ছে।

বাগেরহাট ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজে অংশ নিলেও, এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তদন্ত কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে বলে বন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন