সর্বশেষ

জাতীয়

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের অর্থনীতির বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোন প্রভাব ফেলবে না।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকের আয়োজন করা হয়।

গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না বাংলাদেশ সফর করে লিখেছেন যে, বাংলাদেশ খাদের কিনারায় অবস্থান করছে। এর পিছনে তার উদ্ধৃতি সম্পর্কে ড. সালেহউদ্দিন বলেন, "বাংলাদেশ খাদের কিনারায় ছিল, কিন্তু আমরা এখন সেখান থেকে ফিরে এসেছি।" তিনি উল্লেখ করেন, অন্যান্য সাংবাদিকরা যে তথ্য উপস্থাপন করছেন তা সবসময় সত্যিকারের অবস্থার সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ নাও হতে পারে, এবং তাদের লেখার প্রতি হতাশ হওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, "অর্থনীতির বিষয়ে আমি জানি সেখানে আসলে কী ঘটছে। বাহিরের সবাই সবকিছু জানেনা। তারা নিজেদের অভিজ্ঞতা ও চিন্তার ভিত্তিতে অনেক কিছু লিখে থাকেন।" তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রসঙ্গে তিনি আবারও বলেন, এটি বাংলাদেশের অর্থনীতিতে কোন নদী বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিশেষ প্রভাব ফেলবে না।

এলডিসি গ্রাজুয়েশন নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, "আমরা ২০২৬ সালে স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। স্মুথ মানে এটা ধীরে ধীরে হবে, যেমন একটি বিমানের অবতরণের প্রক্রিয়া।" তিনি আরও যোগ করেন, "অন্য দেশগুলো বাংলাদেশের প্রতি নজর রাখছে এবং আমরা জানি আমাদের সামগ্রিক কার্যক্রম সন্তোষজনক, যদিও কিছু ভুলত্রুটি রয়েছে।"

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন