সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী জেলা শহরের ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে একটি ভয়াবহ ত্রিমুখী দুর্ঘটনা ঘটেছে। এতে বাস, ট্রাক এবং প্রাইভেটকারের মোট ৬৩ জন যাত্রী আহত হন।

সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সিলেটমুখী একটি মালবাহী ট্রাক ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পাশের সড়কে চলতে থাকা একটি প্রাইভেটকারও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে ৩ পরিবহনের মোট ৬৩ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশ আহত যাত্রী বাড়ি ফিরে যান। তবে, গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, সকালে বাসাইল এলাকায় বাস, ট্রাক এবং প্রাইভেটকারের মধ্যে এই সংঘর্ষ ঘটে। তিনটি গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন