মহিপুর
মহিপুরে বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার
পটুয়াখালীর মহিপুরে বন বিভাগ ও এ্যানিমাল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা একটি বিপন্ন প্রজাতির ভোদর (উদবিড়াল) উদ্ধার করেছেন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।