সর্বশেষ

সাহিত্য

আসাদ চৌধুরী: বাংলা কবিতার বরপুত্র

আসাদ চৌধুরী আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম মৌলিক প্রতিভা, যিনি দেশভাগের পরের দুই দশকে আবির্ভূত হন এবং স্বকীয় কাব্যভাষা ও বিষয়বস্তুর জন্য দ্রুত পরিচিতি লাভ করেন। বিশ শতকের ষাট ও সত্তর দশকে যখন বাংলা সাহিত্যে জীবনানন্দ-পরবর্তী আধুনিকতার নিরীক্ষা চলছিল, তখন আসাদ চৌধুরী গ্রহণ করেছিলেন এক ভিন্ন পথ: লোকজীবনের প্রতি গভীর ভালোবাসা, গ্রামীণ উপাদানের সার্থক ব্যবহার এবং আপোসহীন রাজনৈতিক অঙ্গীকার।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বন্ধু

পথের সাথী অনেকই হয়, বন্ধু হাতে গোনা
মনের মিলে বন্ধু মিলে যায় না তাকে কেনা।

মহাকালের সুখ

প্রভাতে রবির শুভেচ্ছাদূত হয়ে
এসো মোর দ্বারে,
আপ্লুত হিয়া দিবো
সোপর্দ করিয়া, প্রাণ ভোমরারে।

বেদনা

বেদনারা পথ ভোলায়
বেদনারা পথ চেনায়
গুটি গুটি পায়ে প্রস্থান শেখায়।

আয়ুকরবী

অনন্ত ট্রেন
স্টেশনের পর স্টেশন
আবার স্টেশন,
ফুটে আছে
আয়ুকরবী

হৃদয় ভাঙাচোরা

তার পর একরাশ কালো মেঘে
ঢেকে যায় নক্ষত্ররা
বিলাপ বৃথা অসার উচ্চাভিলাস