২২ বছর পর খুলনায় আসছেন তারেক রহমান
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২ ফেব্রুয়ারি সোমবার খুলনায় আসছেন।
সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
২০০৪ সালে সর্বশেষ খুলনায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সমাবেশে তারেক রহমান অংশগ্রহণ করেছিলেন। ২২ বছর পর তার সফরকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি ঘোষণা করেছে, খুলনার স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে তাকে স্বাগত জানানো হবে।
দীর্ঘদিন পর তারেক রহমানের খুলনায় আগমন নিয়ে দলের নীতি নির্ধারকরা স্থান নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা করেছিলেন। বিশেষভাবে খুলনা ৩, ২ ও ৪ আসনের প্রার্থীদের অবস্থান জনসভার স্থান নিয়ে জল্পনা তৈরি করেছিল। তবে সব কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে।
খুলনার জনসভা শেষ করে তিনি যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন।
১০৩ বার পড়া হয়েছে