মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা চালক সোহেল রানার (২৮) হত্যার রহস্য পুলিশ উদঘাটন করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের শনিবার বিকেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, ঘটনার মূল উদ্দেশ্য ছিল সোহেলের অটোরিকশা ছিনতাই করা। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত সোহেল ও গ্রেপ্তারকৃতরা সবাই পেশায় অটোরিকশা চালক এবং পূর্বপরিচিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জানুয়ারি সন্ধ্যায় আসামী আলাউদ্দিন ও তার সহযোগী ইকুরিয়া থেকে সোহেলের অটোরিকশাটি ভাড়া নেয়। পথে আব্দুল্লাহপুরে শিমুলও তাদের সাথে যোগ দেয়। তারা মাওয়া এলাকায় ঘোরাঘুরি করার পর হাঁসাড়া আলমপুর আন্ডারপাসে এক নির্জন স্থানে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মরদেহ ব্রিজের নিচে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালায়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন: দক্ষিণ কেরানীগঞ্জ থানার মো. শিমুল (৩৫), মো. আলাউদ্দিন (৩৩) এবং মো. ফারুক (৩৬)। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল অটোরিকশাটি বিক্রি করা। পরে ফারুকের কাছে ৪০ হাজার টাকায় অটোরিকশাটি বিক্রি করা হয়েছিল। পুলিশ ফারুকের হেফাজত থেকে গাড়িটি উদ্ধার করেছে।
শ্রীনগর থানার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, এই ঘটনায় আরেকজন পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১০৫ বার পড়া হয়েছে