বাংলাদেশ হবে কোরআনের দেশ : মুজিবুর রহমান
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান জয়পুরহাটে নির্বাচনী জনসভায় বলেছেন, 'বাংলাদেশের সব রাজনৈতিক দলকে দুটি ভাগে ভাগ করা যায়।
যারা আল্লাহর আইনের, কোরআন ও সুন্নাহর পক্ষে আছে, তারা আল্লাহর দল। আর যারা এ আইনের পক্ষে নয়, তারা শয়তানের দল।'
শনিবার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত স্থানীয় জামায়াত আয়োজিত জনসভায় মুজিবুর রহমান আরও বলেন, 'জাতীয় সংসদে কোরআনকে নেতৃত্বের মাপকাঠি হিসেবে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে মানুষের উচিত মানব-নির্মিত মতবাদ নয়, কোরআনের আলোকে দেশ পরিচালনা করা।'
তিনি বলেন, 'আমাদের ১১ দলীয় জোট একমত হয়েছে, আগামী বাংলাদেশের ভবিষ্যত হবে কোরআনের ভিত্তিতে গঠিত, ইসলামী, চাঁদামুক্ত, অন্যায়মুক্ত ও মানবিক।' মুজিবুর রহমান সকল নির্বাচনী এলাকা বাসীর কাছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট-২ আসনের সংসদ প্রার্থী ও সহ-সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমেন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে