নন্দীগ্রামে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে নিভে গেল দুই জীবন
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোরের নরম আলো ফোটার আগেই থেমে গেল দুটি জীবনের পথচলা। বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে ঘটে এই দুর্ঘটনা।
নিহতরা হলেন- দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) এবং নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চান মিয়া ওরফে সুইট (৫০)। একজন ছিলেন আনসার সদস্য, অন্যজন কৃষক। জীবনের শেষ দিনেও তাঁরা বেরিয়েছিলেন কাজের তাগিদেই- পরিবারকে বাঁচাতে, সংসারের হাল ধরতে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দামরুলের মাঠে আলুর জমিতে সেঁচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। পথিমধ্যে একই গ্রামের পরিচিত মানুষ আজিজার রহমান তাঁর সঙ্গে উঠেন। হাসিমুখে কথাবার্তা বলতে বলতে তাঁরা এগিয়ে যাচ্ছিলেন- কেউই জানতেন না, এই পথই হবে তাঁদের শেষ পথ।
দারিয়াপুর পালপাড়া সড়কের মাঝামাঝি পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। দু’জনই সড়কে ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই নিথর হয়ে যান আজিজার রহমান। আর গুরুতর আহত চান মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি— কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই সড়কে পড়ে থাকা দুই নিথর দেহ, স্বজনদের আহাজারি আর অশ্রুসিক্ত চোখ- পুরো এলাকা মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে পড়ে। যে মানুষগুলো সকালবেলায় ঘর ছেড়েছিলেন জীবিকার সন্ধানে, দুপুর হওয়ার আগেই তাঁদের দেহ ফিরলো নিস্তব্ধতায় মোড়া হয়ে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৫ বার পড়া হয়েছে