নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষকের মৃত্যু
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় পাঁচ আদিবাসী কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার বাসিন্দা বীরেন পাহান (৩৫), উজ্জ্বল পাহান (৩৮), বিপুল পাহান (২৫), সঞ্জু উড়াও (৪৫) ও বিপ্লব বাহান (২২)। তারা সবাই পেশায় কৃষক এবং আদিবাসী সম্প্রদায়ের সদস্য।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রির উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যানে করে নূরপুর এলাকা থেকে মহাদেবপুর হাটের দিকে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথে পাঠকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অপর একজনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তারও মৃত্যু হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ভ্যানটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইমরুল কায়েস জানান, ফায়ার সার্ভিস দুই দফায় আহতদের হাসপাতালে নিয়ে আসে। পাঁচজনের মধ্যে চারজন আগেই মারা যান এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সকাল সাড়ে সাতটার দিকে মরদেহগুলো সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে