হিলিতে বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলি উপজেলায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি যান্ত্রিক ত্রুটির কারণে বড় ধরনের বিপত্তির সৃষ্টি হয়েছে।
ট্রেনটির স্প্রিং ভেঙে ইঞ্জিন থেকে সব বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে শনিবার সকাল থেকে প্রায় তিন ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
হিলি রেলস্টেশন মাস্টার এস এম জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। ইঞ্জিন কিছুদূর এগিয়ে যাওয়ার পর লোকোমাস্টার বিষয়টি বুঝতে পারেন। এরপর ইঞ্জিনটি পিছিয়ে এনে বগিগুলোর সঙ্গে পুনরায় সংযুক্ত করা হয়।
তিনি আরও জানান, একটি বগি যান্ত্রিকভাবে ক্ষতিগ্রস্ত থাকায় সেটি ইঞ্জিনের সঙ্গে যুক্ত করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। এ সময় রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
১২৩ বার পড়া হয়েছে