কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা শুরু হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন।
নির্বাচনকে সামনে রেখে জনসভায় অংশগ্রহণকারী নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, এ জনসভা থেকে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরা হবে এবং তা দলীয় শীর্ষ নেতৃত্বের নজরে আনার চেষ্টা করা হবে।
জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
১২১ বার পড়া হয়েছে