২১ বছর পর টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা রয়েছে।
রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ কয়েকটি জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষ করে সড়কপথে ঢাকায় ফেরার পথে এই জনসভায় অংশ নেবেন তারেক রহমান। টাঙ্গাইল জেলায় এটিই তার প্রথম রাজনৈতিক জনসভা বলে জানিয়েছে দলীয় সূত্র।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভাস্থল নির্ধারণ, একাধিকবার পরিদর্শন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনায় সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশস্থলে শতাধিক মাইক, বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের টাঙ্গাইল সফরের পরিকল্পনা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়। দীর্ঘ প্রায় দেড়যুগ লন্ডনে অবস্থানের পর দেশে ফেরার পর এটিই তার টাঙ্গাইলের প্রথম সফর। ২০০৪ সালে সর্বশেষ তিনি দেলদুয়ারে এলেও তখন কোনো জনসভায় বক্তব্য দেননি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে শহরে একাধিক আনন্দ মিছিল হয়েছে এবং তৃণমূল পর্যায়েও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, জনসভা থেকে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 'টাঙ্গাইলের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগমের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। এই জনসভা দলীয় কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি চেয়ারম্যান নির্বাচনি অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।'
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১৫৫ বার পড়া হয়েছে