শেরপুর জামায়াত নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা মঞ্চে বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ও নিহত মাওলানা রেজাউল করিমের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াত জেলা শাখার উদ্যোগে মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও বটতলা হয়ে ডিসি গেটের সামনে সমাবেশে মিলিত হয়। এতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি ১০ দলীয় জোটের অন্যান্য দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ আসনের প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি সহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, হামলার সময় এবং পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
১০৩ বার পড়া হয়েছে