ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত, যুবক আহত
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম কাটার সময় বিস্ফোরণে ১২ বছর বয়সী রায়হান নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৪ বছর বয়সী লোকনাথ দাস।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার লালপুর বাজারে লোকনাথ দাসের ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্কশপে কাজ করতেন। আহত লোকনাথ দাস হলেন ওয়ার্কশপের মালিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, লোকনাথ দাস একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিনে কাটছিলেন। ড্রামের মুখ দীর্ঘদিন বন্ধ থাকায় এর ভিতরে দাহ্য গ্যাস জমে থাকার সম্ভাবনা রয়েছে। গ্রাইন্ডার চালু হওয়ার সঙ্গে সঙ্গে ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের সময় রায়হান ডগইয়ার্ডের প্লেনশিট নিয়ে ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল। ধাতব ড্রামের অংশ তার মাথায় আঘাত করলে রায়হান ঘটনাস্থলেই মারা যান। আহত লোকনাথ দাসকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৬ বার পড়া হয়েছে