'জিয়াউর রহমান ধান উৎপাদনের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করেছিলেন'
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকেলে তিনি উপস্থিতদের উদ্দেশে বিএনপির ঐতিহাসিক অবদান তুলে ধরে ফ্যামিলি কার্ড ও ৫ হাজার টাকার ভর্তকি প্রদানের প্রতিশ্রুতি দেন।
হাবিব বলেন, 'বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ধান উৎপাদন বৃদ্ধি ও চাল মজুদ করে বাংলাদেশকে স্বাবলম্বী করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের ৫ হাজার টাকা সুদ মওকুফ করেছিলেন। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আপনাদের প্রত্যেককে ৫ হাজার টাকা ভর্তকি দেবেন।'
তিনি আরও জানান, নির্বাচিত হলে পাটকেলঘাটা থানা উপজেলা করা হবে। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন।
হাবিবের সঙ্গে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার, মোঃ ইলিয়াস হোসেন, হাবিব পত্নী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, মহিলা আহবায়ক মেহেরুন নেসা মিনি প্রমুখ।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। হাবিব তার ভক্তদের দোয়া ও ভোটের আবেদন করেন যাতে নির্বাচিত হয়ে তারা খেদমত করতে পারেন।
১০৫ বার পড়া হয়েছে