সিরাজদিখানে মা-মেয়ে হত্যাকাণ্ড: মাদকাসক্ত ভাড়াটিয়া গ্রেপ্তার
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মা ও মেয়ের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আলী হোসেন (২৮) নামে এক মাদকাসক্ত ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম শুক্রবার দুপুর মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, নিহত আমেনা বেগম (৩২) ও তার ৮ বছর বয়সী মেয়ে মরিয়মের মরদেহ গত ১৯ জানুয়ারি দক্ষিণ রাজানগর এলাকার একটি ভাড়া বাসার কক্ষে উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত আমেনা বেগমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নেতৃত্বে ১০ দিন ধরে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, পাশের কক্ষে থাকা ভাড়াটিয়া আলী ঘটনার পর নিখোঁজ ছিলেন। বিভিন্ন সূত্র ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পর আলী মুন্সীগঞ্জের গজারিয়া ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় আত্মগোপনে ছিলেন। তিন দিন ধরে অভিযান চালিয়ে বুধবার রাত পৌনে ১০টার দিকে তাঁকে দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের ডাসাও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী পুলিশকে জানিয়েছেন, মোবাইল ফোনের উচ্চ শব্দের কারণে তিনি উত্তেজিত হয়ে আমেনা বেগমকে হত্যা করেছেন। মাকে বাঁচাতে এগিয়ে আসা মরিয়মকেও একইভাবে আঘাত করে হত্যা করা হয়।
পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, গ্রেপ্তার আসামি নিয়মিত মাদক সেবন করতেন এবং ভবঘুরে জীবন যাপন করতেন। প্রাথমিক তদন্তে তার সহিংস আচরণের প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত ও আইনি ব্যবস্থা এখনও চলমান।
১০৫ বার পড়া হয়েছে