চাঁপাইনবাবগঞ্জ ৩-এ জামায়াত প্রার্থী নুরুল ইসলামের ১০৩ দফা ইশতেহার ঘোষণা
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ১০৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে কৃষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী, সংস্কৃতিকর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, শ্রমিক, আলেম-ওলামা, ছাত্র সংসদের প্রতিনিধি এবং নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ঘোষিত ইশতেহারে তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্য তুলে ধরা হয়। দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা ও ইপিজেড স্থাপন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, উন্নত পানি ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া সন্ত্রাসমুক্ত ও নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন বুলবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সেক্রেটারি আবু বকর, পৌর জামায়াতের আমীর গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ দলীয় নেতাকর্মীরা।
১০৯ বার পড়া হয়েছে