ব্যাডমিন্টনে মাতলো দৌলতপুর, বিদেশিদের খেলায় মুগ্ধ দর্শকরা
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ব্যতিক্রমধর্মী ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে এই টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেন ইন্দোনেশিয়া থেকে আসা দুই পেশাদার খেলোয়াড়, যা ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। সন্ধ্যা গড়াতেই মাঠজুড়ে ভিড় জমায় কয়েক হাজার দর্শক।
টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিলেন ইন্দোনেশিয়ান খেলোয়াড় দেন্দ্রা ও ফয়সাল। তাদের দ্রুতগতির স্ম্যাশ, নিখুঁত শট ও কৌশলী খেলায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। রাতভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে তাদের দল ‘তারাগুনিয়া এলাকার সাকিব স্পোর্টস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় হোসেনাবাদ এলাকার ‘বর্ষন এন্টারপ্রাইজ’।
এই বর্ণাঢ্য আয়োজনের পৃষ্ঠপোষকতা করে হোসেনাবাদ বাজারের ‘মুগ্ধ স্টেশনারিজ ও খেলাঘর’। আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মধ্যরাত পর্যন্ত খেলা সম্পন্ন হয়।
স্থানীয় দর্শক ইফতেখার সঞ্চয় বলেন, 'গ্রামে বসে বিদেশি খেলোয়াড়দের সরাসরি খেলা দেখার সুযোগ খুব কম পাওয়া যায়। এমন আয়োজন সত্যিই দারুণ অভিজ্ঞতা।”
দর্শক তুফান খন্দকার জানান, “প্রতি বছর এমন টুর্নামেন্ট হলে এলাকার ক্রীড়াপ্রেমীরা উপকৃত হবে।'
আয়োজক রাজিব মণ্ডল বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা। সভাপতিত্ব করেন আনিসুর রহমান। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
উদ্বোধনী বক্তব্যে আসিফ রেজা শিশির মোল্লা বলেন, 'খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রাম পর্যায় থেকেই ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরি হবে।'
দৌলতপুরে এমন আন্তর্জাতিক অংশগ্রহণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে এক স্মরণীয় ক্রীড়া উৎসব।
১৫২ বার পড়া হয়েছে