সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর-মিয়াপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর-মিয়াপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মহাসড়কে দ্রুতগতিতে চলা বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ফয়সাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি নূরে আলম।
১৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন