চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চারজন গ্রেপ্তার
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানার একটি এলাকায় মো. স্মৃতি আলী (২২) নামে এক যুবকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই সদর থানার একটি বিশেষ দল অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শফিকুল ইসলাম শফিক (২৮), মো. রাজু (২৫), মো. সোহাগ (৩০) ও মো. লিটন (২৭)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
১৫৩ বার পড়া হয়েছে