শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ৩০
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-৩ আসনের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল।
ঘটনাটি আজ দুপুরে ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে ঘটে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের মঞ্চে বসার সময় স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকরা সমানে সারিতে চেয়ার না পেয়ে হট্টগোল শুরু করেন। এরপর কথাকাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়।
সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৪৫ বার পড়া হয়েছে